গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা সংক্রান্ত দিক নির্দেশনা দিলেন এমপি রশীদুজ্জামান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন খুলনা—৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে গ্রাম পুলিশদের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, এলাকায় কিছু মানুষ আছে যাদের কাজ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা। সমসাময়িক বিষয় নিয়ে গুজব ছড়ানো। এদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া এলাকায় কিছু অসৎ ব্যক্তি থাকেন যাদের কাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে। সর্বপরি মাদক মুক্ত সমাজ গঠন সহ এলাকার অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় গ্রাম পুলিশদের সভাপতি আফসার উদ্দীন ও সাধারণ সম্পাদক কালীপদ মন্ডল সহ সকল গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *