নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৪ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠিত

নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে অদ্য বৃহস্পতিবার (০৭ মার্চ/২০২৪ খ্রিস্টাব্দ) জেলা পুলিশ, নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে বিকাল ১৫:০০ ঘটিকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৪ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা, পুলিশ সুপার, নীলফামারী মহোদয়।

পুলিশ সুপার মহোদয় বলেন মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক নতুন নিয়মে স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সম্পন হবে। যে সকল প্রার্থী শারীরিক ভাবে যোগ্য এবং অন্যান্য সকল ইভেন্ট ও পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই নিজ যোগ্যতায় কনস্টেবল পদে নিয়োগ পাবেন। নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন টিআরসি পদপ্রার্থীগণের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ জানান এবং কোন প্রতারক বা দালাল চক্র সংক্রান্তে কোন তথ্য থাকলে সাথে সাথে পুলিশ সুপার, নীলফামারী মহোদয়কে অবহিত করার জন্য অনুরোধ করেন।

এসময় উক্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; জনাব ডাঃ সজীব কুমার বর্মন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নীলফামারীসহ আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *