মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের শামচুল হকের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার সরোয়ার হোসেন, উপ-সহকারী ( উদ্ভিদ সংরক্ষণ) কৃষি অফিসার সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার হারুন অর রশিদ, মিজানুর রহমান, মুশফিকুর রহমান, কৃষক সাদেকুল ইসলাম, জেসমিন বেগম প্রমূখ। এসময় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করে বিষ মুক্ত সুষম খাদ্য উৎপাদনে কৃষকদের ব্যাপক উৎসাহ দেয়া হয়। পরে কৃষকদের মাঝে ফলের গাছ ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।

Leave a Reply