মোহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা উপজেলা প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রেসক্লাব নামে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটের সময় প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ’র ব্যক্তিগত অফিসে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সকল সদস্যদের নিয়ে উক্ত প্রেসক্লাব’র কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ মারুফুর রহমান (দৈনিক দক্ষিণ বঙ্গ) , গোলাম মাহমুদ স্বপন (এস টিভি) , ফাইজুর রহমান শুভ (দৈনিক বিশ্বমানচিত্র) , হাফিজুল ইসলাম শান্ত (দৈনিক প্রভাত প্রতিদিন) , সাধারণ সম্পাদক মোঃ মসিউল ইসলাম রুবেল (দৈনিক রূপবানী) , মো: জহিরুল ইসলাম টিপু মৃধা (দৈনিক দিন প্রতিদিন) , মো: হাবিব উল্লাহ (দৈনিক জনতা) , মো: মোস্তফা কামাল খাঁন (দৈনিক সকালের সময়) , মো: হেলাল উদ্দিন ( দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট) , সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন (দৈনিক মুক্ত খবর) , সহ সাংগঠনিক সম্পাদক মো: আবদুল মান্নান (দৈনিক বিশ্বমানচিত্র) , মো: সোহেল রানা (দৈনিক আলোচিত খবর) , মো: মাহবুব সিকদার (দৈনিক আমার সংগ্রাম) , কোষাধক্ষ্য মোঃ ফিরোজ মাহমুদ (দৈনিক দেশচিত্র) , দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম মিকু (দৈনিক সরেজমিন বার্তা) , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান জুয়েল (দৈনিক স্বাধীন বার্তা) মহিলা বিষয়ক সম্পাদীকা সাভিরা সুলতানা লিয়া (দৈনিক ভোরের কন্ঠ) তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুনতাসীর মামুন (দৈনিক আলোকিত সকাল) ক্রিয়া সম্পাদক আবু তালেব মোতাহার (দৈনিক মুক্তির লড়াই), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো রাকিব হোসেন (দৈনিক নাগরিক ভাবনা) , সাহিত্য সম্পাদক মো: কিনু খাঁন (বিজয়ের ডাক)। সদস্য মোঃ মনির হোসেন (আনন্দ টিভি) , মো: শহিদুল ইসলাম তালুকদার ( প্রতিদিন খবর) , গোলাম রাব্বি ( দেশ বুলেটিন)।
এ সময় উপস্থিত বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতি হাফিজ সম্পাদক রুবেল : গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

Leave a Reply