বানারীপাড়ার শিয়ালকাঠী – বিশারকান্দি সড়কের ব্রিজের বেহাল দশায় পরিবহন চলাচলে বিঘ্ন

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি- বিশারকান্দির ব্যস্ততম সড়কের মরিচবুনিয়ার ব্রিজেল বেহাল দশায় পরিবহনসহ জন চলাচলে বিপদ জনক অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা শহরের দূর্গম এলাকা বিশারকান্দি যাওয়ার একমাত্র সড়ক এটি। ওই এলাকার লোকজন নৌকা ছাড়া চলাচল করতে পারতো না। ওই সড়কের শিয়ালকাঠী থেকে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক ভাল। মরিচবুনিয়া থেকে বিশারকান্দির চৌমহনা বাজার পর্যন্ত ৫ কিমি সড়ক ব্রিকসোলিন থাকায় পরিবহন ও যাত্রীদের চলাচলে দারুন বিঘ্ন ঘটছে। প্রায়ই মারাত্মক দূর্ঘটনা ঘটে। এর উপর রয়েছে ব্রিজের করুন অবস্থা।

এ ব্যপারে উপজেলা এলজিইডি’র প্রোকৌশলী মোঃ হুমায়ুন কবীর জানান, ওই ব্রিজটির যে সমস্যা হয়েছে সেটির সমাধানের জন্য ইতিমধ্যে আমারা কাজ করছি। জন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *