এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বুধবার ০৬ মার্চ বানারীপাড়া উপজেলা মৎস দপ্তর ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের(এসডিএফ) আয়োজনে যুব উৎসব অনুষ্ঠিত হয়।
মৎস অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প-৩ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলিহুড ট্রান্সফরমেশন বিষয়ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা প্রতুল জোয়ারদার। প্রকল্প বিষয়ে বক্তৃতা করেন মৎস বিভাগের মোঃ মন্জুরুল ইসলাম। প্রধান অতিথি বরিশাল জেলা যুব কর্ম সংস্হান কর্মকর্তা মোঃ মতিউর রহমান, বিশেষ অতিথি সাংবাদিক ও এনজিও সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, এসডিএফ উপজেলা ক্লাস্টার অফিসার মনিরা আক্তার, মৎস অফিসের জয়দেব, মৎসজীবী শাহ আলম, প্রশিক্ষণে অংশগ্রহণকারী লাবনী প্রমূখ।
এসডিএফ বানারীপাড়ায় ইতিমধ্যে ২৩২ মৎসজীবীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ১৮৬ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান করেছে। বানারীপাড়ায় মৎজীবিদের ৯ টি গ্রাম সমিতি রয়েছে। এ সমিতিকে মৎসজীবিদের স্বালম্বির জন্য ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। যারা প্রশিক্ষণ গ্রহণ করে তাদেরকে ৯ হাজার টাকা দেয়া হয় বলে এসডিএফ উপজেলা ক্লাস্টার অফিসার মনিরা আক্তার জানান।#
বানারীপাড়ায় মৎস্য অধিদপ্তর ও এসডিএফ’র উদ্যোগে যুব উৎসব অনুষ্ঠিত

Leave a Reply