আনোয়ার হোসেন,
নেছারাবাদ (পিরোজপুর)প্রতিনিধি /
জমিজমা নিয়ে চলমান বিরোধের জের ধরে জালে জালে কথা কাটাকাটি।তুচ্ছ ঘটনা নিয়ে বাবা কামাল মোল্লার গায়ে তুলছে মেজ ছেলে জাহারুল। বাবাকে মারতে দেখে বড় রুহুল আমিন দৌড়ে এসে বাবাকে বাঁচাতে যায়। এক পর্যায়ে মেজবৌ নাছরিন বেগম ঘর থেকে বটি এনে কোপ দিলে সেই কোপ গিয়ে লাগে ছোট ভাই অলিউল্লার মাথায়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে অলিউল্লাহ। তাকে উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। অলিউল্লার মা বেলন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মোল্লা বাড়িতে মঙ্গলবার রাত ৮টার সময় এ ঘটনা ঘটে। আহত ছোট ভাই অলিউল্লাহ বলেন আমার মাথায় ৮টি শেলাই লেগেছে আমি চিক পাক শুনে দৌড়ে গিয়ে দেখি মেজভাই আর ভাবি মিলে মাটিতে ফেলে আব্বাকে এবং বড় ভাইকে মারছে। আমি ছাড়াতে গেলে ভাবি পেছন থেকে এসে বটি দিয়ে কোপদিলে সেই কোপ এসে আমার মাথায় লাগে।
এ বিষয়ে বাবা কালাম মোল্লা এবং মা নরুন্নাহার বলেন যাদের সাথে জমি নিয়ে বিরোধ মামলা চলে তাদের সাথে মিসে বাবা মা ভাইদের সাথে ঝগড়া করে। আমাকে কোপ দিলে সেই কোপ গিয়ে ছোট ছেলে অলিউল্লার মাথায় পড়ে।
সরজমিনে গেলে মোল্লা পরিবারের মেজ ছেলে জাহারুলের ঘরে তার মেয়ে ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। জাহিরুল এর মেয়ে বলে, বাবা ডাক্তারের কাছে গেছে। ওরা আমার আব্বু আম্মুকে ওরা মেরেছে। ছোট চাচা বটি দিয়ে নিজের মাথায় কোপ দিয়ে আব্বুর নাম বলছে।
এ বিষয়ে নেছারাবাদ থানায় ওসি তদন্ত এইচ এম শাহিন জানান,ওরা রক্তাক্ত অবস্থায় থানায় এসেছিলো তাদের মুখে ঘটনা শুনে ছবি তুলে রেখেছি। এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি লিখিত অভিযোগ এখনো দেয়নি পেলে ব্যাবস্থা নিবো।

Leave a Reply