গাইবান্ধার সুন্দরগঞ্জে আ”লীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল

গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আ”লীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সহ-সভাপতি সাজেদুল ইসলামকে লাঞ্চিতের প্রতিবাদে উপজেলা আ”লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এরশাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বিকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশেকুজ্জামান তুহিনসহ ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য- ২৭/০২/২০২৪ ইং রাতে স্থানীয় কিছু দূর্বৃত্ত দ্বারা ওই আ”লীগ নেতা লাঞ্ছিত হন। এ ঘটনায় লাঞ্ছিতের শিকার আ”লীগ নেতা সাজেদুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *