বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে গাছ কর্তন

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের গাছের সাথে মিটিয়ে পালিয়েছে অভিযুক্ত ব্যক্তি। সরেজমিনে গেলে এমনটাই দেখা যায় ,
জানাগেছে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খেজুরবাড়ি সরকারি আবাসনের তৈয়বআলি বালীর ছেলে নুরু বালী জায়গাসহ ঘর পায়। ওই ঘরের সাথে সরকারিভাবে নির্ধারিত যতটুকু জমি পেয়েছে তার মধ্যেই নুরু বালী বিভিন্ন ধরনের উচ্চ ফলন জাতের ফলজ গাছ রোপন করেন। তবে তার ঘরের পাশের ঘর যিনি পেয়েছেন সে নুরুর রোপনকৃত জমির দাবী করে বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিয়ে আসছিলো। অভিযুক্ত বকর ডুবুরী ও তার ছেলে নুরু ডুবুরী ৩ মার্চ দুপুরে উল্লেখিত ফলদ গাছগুলো দেশীয় দা দিয়ে নির্বিচারে কর্তন করে। এ সময় নুরু বালীসহ তার পরিবারের অন্যরা বাধা দিলে তাদেরকে গালাগাল করে এবং অন্য রোপিত গাছও কর্তন করার হুমকি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আবু বকর ডুবুরীকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে নুরু বলেন আমরা আইনের মাধ্যমে মোকাবেলা করব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *