এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বানারীপাড়ায় উপজেলা আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, ওসি মোঃ মাইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, সাংবাদিক এস মিজানুল ইসলাম প্রমুখ। সভায় প্রশাসন মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষনা দেয়া হয়। এর পরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।#

Leave a Reply