মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
বালি খেকোদের স্থান পাগলির বিল নামক এলাকায় অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
রবিবার ৩ মার্চ দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বন বিট কর্মকর্তাগণ এ অভিযান পরিচালনা করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিট এলাকার অবৈধ ভাবে বালি উত্তলন কালে বালি উত্তলনে ব্যবহৃতি ড্রেহার মেশিন জব্দ করা হয়।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশায় সহকারী বন রক্ষক শীতল পালের নেত্বেত্বে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুনের সহযোগীতায় খুটাখালী বিটের ভারপ্রাথ কর্মকর্তা মোস্তফিজুর রহমান রেঞ্জের স্টাফ ভিলেজার বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালি উত্তলনের সময় ড্রেজার মেশিন জব্দ করে রেঞ্জের হেফাজতে নিয়ে আসে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমদ বলেন, অবৈধ ভাবে বালি উত্তলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।অপরাধীদের বিরুদ্ধে বন আইন ১৯২৭ অনুসারে আইনাণুগ ব্যবস্থা প্রক্রিধীন এবং অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এক কর্মকর্তা।

Leave a Reply