পঞ্চগড়ে দেশরূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিতিশ চন্দ্র বর্মন আটোয়ারী প্রতিনিধি –
পঞ্চগড়ে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও বৈঠকী আড্ডার আয়োজন করা হয়। সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে বৈঠকী আড্ডায় অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, স্বেচ্ছাসেবী তানবীরুল হাসান নয়ন, সদর থানার পুলিশ কর্মকর্তা মো. কাইয়ুম আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক সাবিবুর রহমান সাবিব, সামসউদ্দিন চৌধুরী কালাম, কামরুল ইসলাম কামু, আব্দুল কাইয়ুম, রফিকুল ইসলাম, আকতারুজ্জামান আকতার, কামরুজ্জামান টুটুল, আসাদুজ্জামান আপেল, মোশারফ হোসেন, লুৎফর রহমান, রাজিউর রহমান রাজুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক দেশরূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ।
বৈঠকী আড্ডায় রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশকে এগিয়ে নিতে যেতে হলে কেন্দ্রবিন্দু হতে পারে বিদেশী সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তি আমাদের দেশের উপরে যাতে হস্তক্ষেপ করতে না পারে, তার বিরুদ্ধে অবস্থান। । আমি আশা করবো দেশ রূপান্তর সেই দায়িত্বই পালন করবে।’’ তিনি বলেন, গণতন্ত্র, সুশাসন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি মিডিয়া জগতে বেশ আলোচিত একটি নাম। আলোচিত কয়েকটি ঘটনা বা দুর্নীতির খবর প্রকাশ করে খুব অল্পসময়ে পাঠকের হৃদয় জয় করেছে বলে উল্লেখ করেন বক্তারা।
এর আগে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা কেক কেটে একে অন্যদের খাইয়ে দেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *