সুজানগরে জাতীয় বীমা দিবস পালিত

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ ‘করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানে শুক্রবার(১ মার্চ) শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনার সুজানগর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। এদিন বেলা ১১টায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া জাতীয় বীমা দিবসের শোভাযাত্রাটি স্থানীয় বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারসুখময় সরকারের সভাপতিত্বে ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুজানগর শাখার কর্মকর্তা মো.সিদ্দিকুর রহমান লিটনের স ালনায় জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় বীমার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জীবন ও জীবিকা নির্বাহের সামর্থ্যরে চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। জীবনের জন্য একটি বীমা নিরাপত্তা নিয়ে রাখাই বিচক্ষণতার কাজ। কারণ, বীমা প্রিয়জনদের জন্য এমন একটি আর্থিক সুরক্ষা নিশ্চিত করে,যা প্রয়োজনের সময়ে আপনার এবং আপনার প্রিয়জনদের সহায়ক হয়ে দাঁড়ায়। শেষে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *