মারধরের শিকার হয়ে মৃত্যুশয্যায় ‘রবি’ কর্মকর্তা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় মারধরের শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রবি ডিস্ট্রিবিউশন লিঃ চট্টগ্রাম শাখায় কর্মরত তাহমিনা আকতার নামের এক নারী কর্মকর্তা।

তিনি উপজেলার ভাটিখাইন ৬ নং ওয়ার্ড এলাকার আইয়ুব খানের কন্যা।

বর্তমানে গুরতর আশংকাজনক অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

এদিকে এই ঘটনায় ভুক্তভোগী তাহমিনা আক্তার বাদী হয়ে তার নিজ ভাই মোসাদ্দেক হোসেন সহ ৩জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাহমিনা আক্তার চট্টগ্রামে রবি কোম্পানিতে চাকরী করে তার নিজ ছোট দুই বোনকে বিবাহ দেন। অসুস্থ হয়ে পড়লে বাড়ি চলে আসেন। সুস্থ হলে তার পরিবারের কাছে তার বিয়ের বেপারে কথা বলতে গেলে তাকে তার পরিবারের লোকজন অস্বিকার করে। এর এক পর্যায়ে তাকে স্থানীয় কয়েকজন সহ বেদরক মারধর করে।

এবিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *