আজিজুল ইসলাম: যশোরের শার্শার বাগআঁচড়ায় ৩ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্তুস সালামের নেতৃত্বে বাগআঁচড়ায় এ অভিযান চালিয়ে এসব ক্লিনিক ও হাসপাতাল গুলো সিলগালা করে।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেওয়া ১০ টি নির্দেশনার একটিও যথাযথ ভাবে না পাওয়া সহ বিভিন্ন অনিয়মের কারণে বাগআঁচড়ায় অবস্থিত জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার,আল-মাদিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ও বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে । পরবর্তিতে এ প্রতিষ্ঠান গুলোকে নিদের্শনা পূরণ ও অনিয়ম গুলো সংশোধন করে এবং নির্দেশনা গুলো পালন করে যথাযথ ভাবে প্রয়োগ করলে এ গুলোর সঠিক পদক্ষেপ নিলে ও অনিয়ম গুলো না থাকলে পরবর্তীতে ভিজিট এর মাধ্যমে তাদের প্রতিষ্ঠান গুলো খুলে দেয়া হবে।
উল্লেখ্য,এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি অভিযানে শার্শা উপজেলার নাভারনে অবস্থিন ৫ টি ক্লিনিক বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তরের এ প্রতিনিধি দল।

Leave a Reply