পীরগঞ্জে দোয়েল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দোয়েল স্কুলের অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দোয়েল স্কুলের অধ্যক্ষ তারেক হোসেনের সভাপতিত্বে স্কুল চত্বরে আয়োজিত সভায় বক্তব্য দেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক বাদল হোসেন, শিক্ষক শিমুল, সাইফুল ও আশরাফুল ইসলাম, অভিভাবক আরিফুল বাবু, সাহাদাত পারভেজ, নাসরিন বেগম, রীতা আকতার প্রমূখ। শেষে ক্রীড়া প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দুলাল সরকার, সাংবাদিক সাইদুর রহমান মানিক ও ফাইদুল ইসলাম সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ছবি আছেঃ
পীরগঞ্জে উপজেলা থাদ্য নিয়ন্ত্রকের বিদায় সংবর্ধনা

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা খাদ্য নিন্ত্রক জিয়াউল হক শাহ্ এর অন্যত্র বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পীরগঞ্জ খাদ্য গুদাম চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পীরগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ, সহধর্মীনি,শাহানাজ বেগম, বিশিষ্ট ব্যবসায়ী হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,লোহাগাড়া খাদ্যগুদাম কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়, উপ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক,ডিলার রেজাউল হক, মইনুল হোসেন সহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন জেডি অটো রাইসমিলের মালিক দুলাল, সাবেক কমিশনার জয়নাল সহ বিভিন্ন মিল মালিক ও ডিলার গণ।

এন এন রানা
পীরগঞ্জ, ঠাকুরগাঁও

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *