উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মতবিনিময়

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
জানা গেছে, ১ মার্চ শুক্রবার উপজেলার
মাটিকাটা ইউনিয়ন ও বাসুদেবপুর ইউনিয়নে (ইউপি) ইসলামি জালসায় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও উপজেলা নির্বাচনে করনীয় বিষয়ে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এদিকে এসব মতবিনিময় সভায় নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। কাজেই সরকার তথা এমপি সমর্থিত প্রার্থীর বিজয় ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়। ফলে উপজেলার মানুষ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে কোনো ব্যক্তি নয়, সরকার সমর্থিত প্রার্থীর বিজয় চাই।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *