ইউসুফ আদনান এর লেখা বন্ধু আইবো মিউজিক ভিডিওটি দর্শকের মন জয় করলো

মিঠুন সাহা,পার্বত্য প্রতিনিধি

খাগড়াছড়ির পার্বত্য জেলার নন্দিত লেখক ও শিক্ষক ইউসুফ আদনান এর লেখায় আঞ্চলিক গান “বন্ধু আইবো” দর্শকের মন ছুঁয়ে গেলো। গানটি রিলিজ হওয়ার পর থেকে রীতিমতো লাইক, কমেন্ট ও শেয়ারে সাড়া ফেলেছে এই গানটি।

গানটির গীতিকার, কবি ও সাহিত্যক ইউসুফ আদনান, সুর ও সংগীত, সন্জীব আচার্যী ,শিল্পী গীতা আচার্যী। এতে মিউজিক নির্দেশনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক অশ্রু বড়ুয়া রুপক।

এতে মডেল হিসেবে অংশগ্রহণ করেছে নাট্যকার ও অভিনেতা নুরুল ইসলাম( টুকু) ও অভিনেত্রী পিংকি বড়ুয়া। গানটি গত কিছু দিন আগে আঞ্চলিক আপডেট ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।মুক্তি পর থেকে গানটি দর্শক এর মন ছুঁয়ে গেছে এবং দর্শক নন্দিত হয়েছে।

খাগড়াছড়ির পরিচিত মুখ নাট্যকার, অভিনেতা ও মডেল নুরুল ইসলাম (টুকুর) এর আগেও কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। তিনি বলেন: অনেক গুলো মিউজিক ভিডিওর মধ্যে আমার এই মিউজিক ভিডিওটি দর্শক সবচেয়ে বেশি ভালো ভাবে নিয়েছেন।এটা একটি অসমাপ্ত প্রেমের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন গীতিকার ইউসুফ আদনান স্যার।এটাতে নিজের মত করে কাজ করতে পেরেছি তাই হয়তো কাজটি ভালো হয়েছে।।

এই বিষয়ে কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান বলেন,সবার স্বতস্ফুর্ত অংশগ্রহনে এই মিউজিক ভিডিওটি দর্শকের মন জয় করেছে।এটা অত্যন্ত ভালো লাগছে।এই ধরনের আঞ্চলিক গানগুলো দর্শক খুব পছন্দ করে।তাছাড়া আরো কিছু গানের কাজ চলছে শীঘ্রই সেকল গান ও মিউজিক ভিডিও হিসেবে দর্শকরা পাবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *