কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
সৌদি আরব, মালয়শিয়া, আরব আমিরাত, বাহরাইন, ওমান প্রবাসী বাংলাদেশীকর্মরত নাগরিক দের উদ্যােগে কসবা উপজেলার বায়েক ইউনিয়ন প্রবাসী যুবদলের ১১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব কে পছন্দ করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয়তা বাদী যুবদলের কমিটি অনুমোদন করা হয়।
সূত্রে জানা যায় উক্ত কমিটির ১১ জনই কসবা উপজেলার বায়েক ইউনিয়ন প্রবাসী নেতৃবৃন্দ।
কসবা উপজেলার যুবদলের আহবায়ক মাসুদুল হক দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপনের নির্দশনায় কসবা উপজেলা প্রবাসী যুবদলের সভাপতি মোঃ শামিম ভুইয়া রিংকু ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ ভুইয়ার সাক্ষ্যরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোঃ ওয়াসিম আকরাম (মালয়শিয়া)কে প্রধান উপদেষ্টা করে সভাপতি হন মোঃ আলামিন (ওমান)সিঃসহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ( সৌদি আরব) , সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বাহরাইন) সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন( আরব আমিরাত),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ
শাহআলম (মালয়েশিয়া), সাংগঠনিক সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম (আরব আমিরাত), প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (আরব আমিরাত), সহকারী প্রচার সম্পাদক মোঃ নয়ন খান (সৌদি আরব), দপ্তর সম্পাদক মোঃ হেলাল খান (সৌদিআরব), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃরোমান মিয়া (সৌদি আরব)। এব্যাপারে প্রবাসী নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ আমার মাতৃভুমি, আমরা প্রবাস থেকে রেমিট্যান্স পাঠাই,তার আয় দিয়ে দেশ চলে, স্বাধীন দেশে স্বাধীন ভাবে ভোট হচ্ছে না,আমরা আমাদের অধিকার ও জাতীয় তা বাদী দল বিএনপির সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি চাই,এবং স্বাধীনতা রক্ষায় দেশে নতুন করে নিরপেক্ষ তত্বাবধানে তৃয়দশ নির্বাচনের দাবি জানাচ্ছি।

Leave a Reply