খাগড়াছড়িতে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

(রিপন ওঝা,খাগড়াছড়ি)

খাগড়াছড়িতে মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ২৮ফেব্রুয়ারি ৫.০০ঘটিকায় মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহযোগিতায় মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বক্তব্য রাখেন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা, জেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এর ভারপ্রাপ্ত উপপরিচালক জীতেন চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি কালচারাল লাইসিয়াম এর সভাপতি এবং কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান, আবৃত্তিকার ও জেলা পরিষদের গনসংযোগ কর্মকর্তা চিংহ্লা মং চৌধুরী।

এছাড়াও আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ন সদস্য সচিব বাচিকশিল্পী ফারুক তাহের, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য বাচিক শিল্পী প্রণব চৌধুরী, বাচিক শিল্পী বন কুসুম বড়ুয়া।

আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি শিল্পী প্রতিভা ত্রিপুরার সঞ্চালনায় ও বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কবি মথুরা বিকাশ ত্রিপুরা সভাপতিত্বে খাগড়াছড়ি জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় আবৃত্তি করেন বিভিন্ন বয়সের শিল্পীরা অংশগ্রহণ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *