মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার সুযোগ্য ওসি মোঃ মাহবুব আলমকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ “পুলিশ পদক-২০২৪”এ ভূষিত করা হয়েছে।
জানা গেছে, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের কাজের প্রতি আন্তরিকতা, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠতা ও কর্তব্যপরায়ণতা জন্য অপরাধ দমন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখা, এছাড়া পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদকে তাঁকে ভূষিত করা হয়।
মঙ্গলবার (২৭/০২/২০২৪ তারিখ) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার সুযোগ্য ওসি মোঃ মাহবুব আলমকে সম্মানজনক এ পদকটি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এ পুরস্কার প্রাপ্তিতে ওসি মোঃ মাহবুব আলম মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রংপুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ ধন্যবাদ জানান। তিনি এ পদক প্রাপ্তিকে সুন্দরগঞ্জ পুলিশের সকল সদস্যের অর্জন বলে মনে করেন। ওসি মোঃ মাহবুব আলম সুন্দরগঞ্জ থানা পুলিশের সকল সহকর্মীসহ সম্মানীত সুন্দরগঞ্জ উপজেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply