সুন্দরগঞ্জের ওসি মাহবুব আলমের প্রধানমন্ত্রীর নিকট থেকে সর্বোচ্চ পুলিশ পদক লাভ

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার সুযোগ্য ওসি মোঃ মাহবুব আলমকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ “পুলিশ পদক-২০২৪”এ ভূষিত করা হয়েছে।

জানা গেছে, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের কাজের প্রতি আন্তরিকতা, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠতা ও কর্তব্যপরায়ণতা জন্য অপরাধ দমন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখা, এছাড়া পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদকে তাঁকে ভূষিত করা হয়।
মঙ্গলবার (২৭/০২/২০২৪ তারিখ) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার সুযোগ্য ওসি মোঃ মাহবুব আলমকে সম্মানজনক এ পদকটি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এ পুরস্কার প্রাপ্তিতে ওসি মোঃ মাহবুব আলম মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রংপুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ ধন্যবাদ জানান। তিনি এ পদক প্রাপ্তিকে সুন্দরগঞ্জ পুলিশের সকল সদস্যের অর্জন বলে মনে করেন। ওসি মোঃ মাহবুব আলম সুন্দরগঞ্জ থানা পুলিশের সকল সহকর্মীসহ সম্মানীত সুন্দরগঞ্জ উপজেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *