সনাতন ছাত্র যুব পরিষদ এর আয়োজনে গীতার শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও অভিবাবক সমাবেশ

নুরুল ইসলাম( টুকু)
খাগড়াছড়ি সদর উপজেলা প্রতিনিধি

“এসো গীতা শিখি গীতা পড়ি সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রী শ্রী গীতা ও নৈতিক শিক্ষালয় এর শিক্ষার্থীদের গীতা শিক্ষায় উদ্বুদ্ধ করণ ও বার্ষিক মূল্যায়ন -২০২৩ এর সনদপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টার সময় সনাতন ছাত্র যুব পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আয়োজনে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে সনাতন ছাত্র যুব পরিষদ খাগড়াছড়ি জেলার সদর উপজেলা শাখার সভাপতি বাবু নয়ন আচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র বাবু নির্মলেন্দু চৌধুরী।

এতে সনাতন ছাত্র যুব পরিষদ শান্তিনগর আঞ্চলিক শাখার অর্থ সম্পাদক প্রিতময় সেন এর সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন সনাতন ছাত্র যুব পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তুষার দে।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা স্বপন দেবনাথ,সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য্য, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দে,সনাতন ছাত্র যুব পরিষদ স্থায়ী কমিটির সদস্য রনজিত দে,সদর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক বাবলু সেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খাগড়াছড়ি জেলার প্রকল্প সহকারী পরিচালক সজিব বিশ্বাস, সাবেক সহকারী পরিচালক দীপঙ্কর চন্দ্র মণ্ডল।

এতে অভিভাবক মন্ডলি থেকে আরও বক্তব্য রাখেন পপি বিশ্বাস।

এই সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক পায়েল দাশসহ সনাতন ছাত্র যুব পরিষদের সদর উপজেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে গীতা শিক্ষা ২০২৩ এর বার্ষিক মূল্যায়নে অংশ৷ নেওয়া ১২৫ জন শিক্ষার্থীদের মধ্যে ২৪ জন শিক্ষার্থীকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় অনুযায়ী সার্টিফিকেট ও মেডেল এবং বাকি শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

এইছাড়াও গীতা শিক্ষায় সহযোগিতাকারী ২৫ জন সনাতনী ব্যক্তিবর্গদের মাঝে কৃতজ্ঞতা সনদ প্রদান করেন কমিটির নেতৃবৃন্দরা।

আলোচনা সভায় বক্তারা প্রত্যেক সন্তানদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।আলোচনা সভায় বক্তারা বলেন,ধর্মীয় সংস্কার ও সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।ধর্মীয় জ্ঞান না থাকলে একজন মানুষ পরিপূর্ণ ভাবে নিজেকে বিকোশিত করতে পারেনা।

সবশেষে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে ধর্মীয় কল্যাণে নানা মূখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *