পীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদর্প্রাথী ধ্রুব’র মত বিনিময় সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব।
শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ ঘোষনা দেন তিনি।
পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ শাহজান আলী ও শামিমুজামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোল্লা, শিক্ষা বিষয়ক সম্পাদক ও পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মফিজুল হক, সহ-প্রচার সম্পাদক ও সহকারী অধ্যাপক সবুর আলম, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল জলিল, শহিদ সন্তান ও সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এনামুল হক, স্বেচ্ছাসেবী সংগঠন আই পজেটিভ এর প্রতিষ্ঠাতা সফিক পারভেজ পরাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ নবাব হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য নুর নবী চ ল প্রমূখ।
সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র কশিরুল আলম, সহ সভাপতি আফতাব উদ্দীন, যুগ্ন সম্পাদক কবিরুজ্জামান রির্চাড, দপ্তর সম্পাদক তফিকুল আজাদ বাদল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মো: আকলিমুর রহমান আরফিন, সহ-সভাপতি মশিউর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতা-কর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *