এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা।। শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘের দ্বিতীয় সম্মেলন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নতুনমুখ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রগতি লেখক সংঘের নতুন কমিটি ঘোষনা করা হয়।
সভায় সংগঠনের সভাপতি ও লেখক মোয়াজ্জেম হোসেন মানিক সভাপতিত্ব এবং স্বাগত বক্তৃতা করেন। প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডা: অন্তরা হালদার। উদ্বোধক ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বানারীপাড়ার সাধারণ সম্পাদক, সাংবাদিক, লেখক, কবি ও মানবাধিকার কর্মী এস মিজানুল ইসলাম, তিনি সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল খেলাঘরের সাবেক সভাপতি কবি নজমুল হোসেন আকাশ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের বরিশালের সভাপতি অপূর্ব গৌতম, সম্পাদক শোভন কর্মকার, বরিশাল সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি মিন্টু কুমার কর, সংগঠনের স্বরুপকাঠীর সাধারণ সম্পাদক ধীরেন হালদার, সাংস্কৃতিক কর্মী ও লেখক রুহুল আমিন চৌধুরী, অধ্যাপক ও কবি আশ্রাফুল হাসান সুমন, বানারীপাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি দেবাশীষ দাস, অধ্যাপক ও কবি মামুন আহমেদ,
প্রমূখ।
অনুষ্ঠানের প্রথমে মহান ভাষা দিবস উপলক্ষে লিটল ম্যাগাজিন প্রদর্শন করা হয়। সভায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, বানারীপাড়া শাখার সভাপতি হরে কৃন্ষ বিশ্বাস ও এস মিজানুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করেন সংগঠনের বরিশালের জেলা কমিটির সভাপতি অপূর্ব গৌতম ও সম্পাদক শোভন কর্মকার।#
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল।

Leave a Reply