জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে ৪৩তম বর্ষে পদাপর্ন অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩ তম পদাপর্ণ বর্ষপুর্তী পালনে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলা কমিটির আয়োজনে শুক্রবার সারাদিন ব্যাপী আনন্দ মুখর পরিবেশে কোটবাড়ি যাদুঘরের পশ্চিম পাশে বনছায়া রিসোর্টে আনন্দ ভ্রমণ ও পুনর্মিলনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লা জেলা কমিটির সভাপতি দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি
সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে এবং সাধারণত সম্পাদক সাংবাদিক শাহিন মিয়ার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন
নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা, কেন্দ্রীয় সহ সভাপতি আবুল বাসার মজুমদার,

বিশিষ্ট গণমাধ্যম ব্যাক্তিত্ব ও মুক্তিযোদ্ধা গবেষক সাংবাদিক শাহাজাদা এমরান, কেটিসিসির চেয়ারম্যান জোনায়েদ সিকদার তপু, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির প্রধান উপদেষ্টা ওমর ফারুকী তাপস,

এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি জুয়েল রানা মজুমদার, মোঃ বাবর হোসেন, জেলা কমিটির যুগ্ম-সাধারণ রেজাউল করিম, প্রভাষক মোঃ ইকবাল হোসেন, বুড়িচং উপজেলার সভাপতি সৌরভ মাহমুদ হারুন, মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি এম.কে.আই জাবেদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি আবু বকর সুজন, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ

দেবিদ্বার উপজেলার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাগর, লালমাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা কমিটির সিনিয়র সদস্য এটিএম মাজহারুল ইসলাম সহ জেলা কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক
আক্কাস আল মাহমুদ হৃদয়, জেলা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, এনসি জুয়েল, বরুড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ হারেছসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বাচ্চাদের অংক প্রতিযোগিতা এবং মহিলাদের বালিশ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে মধ্যাহ্ন ভোজ শেষে ফটোসেশান ও প্রাকৃতিক বনাঅঞ্চল পরিদর্শন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *