ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ঝুঁড়ি প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন মরহুম ঈমান আলী ফকির এর সুযোগ্য সন্তান, তরুণ জনবান্ধব রাজনীতিবিধ আবু বক্কর ছিদ্দিক সাগর।
শুক্রবার নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ শুরু হলে এসময় কাউন্সিলর প্রার্থী সাগর এর হাতে ঝুঁড়ি প্রতীক তুলে দেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
প্রতীক পাওয়ার পর শতশত নেতা-কর্মী ও সমর্থকরা তার ঝুঁড়ি প্রতীকের শ্লোগানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন।
সকালে প্রতীক পেয়ে দিনভর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করে ওয়ার্ডের উন্নয়নে সকলের কাছে ভোট ও দোয়া চান মেধাবী এই সাবেক ছাত্রনেতা আবু বক্কর ছিদ্দিক সাগর।
গণসংযোগকালে আবু বক্কর ছিদ্দিক সাগর বলেন, ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, ছাত্রজীবন থেকেই বাবার আদর্শ বুকে ধারণ করে সুখে-দুঃখে পাশে থেকে কাজ করেছি, উন্নয়নের চেষ্টা করেছি, আগামীদিনে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড গুলোকে সফলভাবে বাস্তবায়ন করে ৩২নং ওয়ার্ডকে একটি সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এসেছি। আগামী ৯ তারিখ সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে ঝুঁড়ি মার্কায় ভোট দিয়ে ওয়ার্ড কে আধুনিক ও সমৃদ্ধ এলাকা উপহার দিতে সহযোগীতা করবেন বলে আশা করছি।
এসনয় তার সাথে ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তার সাথে গণসংযোগে ছিলেন।
উল্ল্যেখ-আগামী ৯ মার্চ ইভিএম-এর মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply