বাবুগঞ্জে অপচিকিৎসার খবর গণমাধ্যমে ছরিয়ে পরায় ভ্যান চালককে হ*ত্যার হুম*কি

কে এম সোহেব জুয়েল। বাবুগঞ্জে ভ্যান চালক রাজীবের অপচিকিৎসার খবর গন মাধ্যমে ছরিয়ে পরায় এবং বিভিন্ন খবরের কাগজে ছাপা হওয়ায়র কারনে হাসপাতালের মালিক পক্ষের লোকজন ভ্যান চালক রাজীবের উপার ক্ষিপ্ত হয়।

হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাংলাদেশ জাতীয়তাবাদি সৌদিআরব শ্রমিক দলের পূর্বাঞ্চলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব হোসেন আজাদের সহদর সরোয়ার মোল্লা গতকাল বুধবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ভারটিয়া সন্ত্রাসি আজিজুল মোল্লা ও সামসু খন্দকার সহ অজ্ঞাত নামা লোক জন নিয়ে গৌরনদীর সিঙ্গা গ্রামে অসুস্থ ভ্যান চালক রাজীবের বসত বাড়িতে গিয়ে মামলার ভয় ও জীবন নাশের হুমকি সহ ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নয়ন বাবুর দেয়া চিকিৎসা পত্রের প্রয়োজনিয় কাগজ পত্র নিয়ে হাসপাতালে হাজির হওয়ার নির্দেশ দেন। এ মর্মে রাজীব গতকাল ২১ ফেব্রুয়ারি বুধবার রাতেই তার ( রাজীব) জীবন রক্ষা পেতে উল্লেখিত তিন জনের বিরুদ্ধে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য রাজীব গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিঙ্গা গ্রামের দিনমজুর বারেক খলিফার পুত্র।
দিন মজুুর অহসায় রাজীব বলেন, দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতা দেখা দিলেও অর্থাভাবে ডাক্তার দেখাতে না পেরে রোগ চাপিয়ে রাখেন তিনি। অবশেষে কোন উপায়ন্তর না পেয়ে ধার দেনা করে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুরে অবস্থিতিত হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্টানে ডাক্তার দেখানোর উদ্দেশ্য হাজির হন তিনি। ওই হাসপাতালের কর্তব্য রত ডাক্তার নয়ন বাবু তাকে পরীক্ষা নিরীক্ষার এক পর্যায় রোগ নির্নয় করে হার্নিয়া হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেন রাজীবকে।

সে মতে হাসপাতালের জড়িত সংশ্লিষ্টদের সাথে দর কশাকশির একপর্যায় ১০ হাজার টাকায় অপারেশনে রাজি হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গত ১৬ জানুয়ারি ২০২৪ ইং রাতে তাকে অপারেশন করানো হয় বলে জানান দিন মজুর রাজীব।

অপারেশন করানোর পর থেকেই তিনি ধারনা করছেন তার অন্ডকোষ কেটে ফেলছেন। ফলে ক্রমান্বয়েই অসুস্থতা বোধ করলে একাধিক বার হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালের দায়িত্বপুর্ন কর্তব্যরত ডাক্তার নয়ন বাবুর সরনাপন্ন হয়েও কোন গুরত্ব না পাওয়ায় চরম ব্যাধীতে ভুগছেন রাজীব।

শারিরীক অসুস্হতা চরম পর্যায় দেখা দিলে ১৮ ফেব্রুয়ারি রবিবার ওই হাসপাতালে গেলে ডাক্তার নয়ন নিজের দায় এড়াতে তাকে (রাজীব) উন্নত চিকিৎসার জন্য শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জেতে পরামর্শ দেন এমনটি জানিয়েছেন অসহায় ভ্যান চালক রাজীব। ভুল চিকিৎসার এত ব্যায় ভার বহন করতে না পারায় মৃত্যুর কোলে ক্রমান্বয়ে ঢলে পরতে হচ্ছে অসহায় রাজীবকে।এ ব্যাপারে অসহায় রাজীব সোমবার ১৯ ফেব্রুয়ারি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন মহলে তার চিকিৎসার ব্যায়ভার বহন সহ ওই হাসপাতালের সাথে জড়িত অসাদু লোকজনদের দৃষ্টান্ত মুলক শাস্তি ও জানিয়ে লেখিত অভিযোগ দায়ের করেন দিন মজুর রাজীব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *