গ্লোবাল টিভির কুমিল্লা জেলা প্রতিনিধির মেয়ে এমবিবিএস পরিক্ষায় উত্তীর্ণ

কুমিল্লা প্রতিনিধি, মোঃ তরিকুল ইসলাম তরুন,

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গাংচর গ্রামের মৃত আব্দুল বারী মাস্টারের ছেলে গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি আবুল খায়ের আশিকের একমাত্র মেয়ে জিনান আল-আবরার এমবিবিএস মেডিকেল ভর্তি পরিক্ষায় -২০২৩-২০২৪’এ সুনামের সাথে উত্তীর্ণ হয়েছে। সরকারি ৩৭টি মেডিকেল কলেজের ৫হাজার ৩৮০ আসনের বিপরীতে ৩৯৫৬তম মেধা তালিকায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে উত্তীর্ণ হয়। রবিবার প্রকাশিত ফলাফলে তার এই সফলতার খবর পেয়ে আনন্দিত তার বাবা মা আত্মীয়-স্বজন সহ জিনানের বাবার কর্মস্থল গ্লোবাল টিভির পরিবার। জিনান আল-আবরারের যাত্রা শুরু হয় কুমিল্লা জেলার চান্দিনা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। জিনান অক্সফোর্ডে ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করে এবং সেই সময় বিভিন্ন বৃত্তি পরীক্ষা দিয়ে সে বৃত্তি পায়। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো দেখে মেয়েকে আরো ভালো স্কুল-কলেজে পড়াশোনা করানোর জন্য জিনানের বাবা-মা তাকে ২০১২ সালে ডিসেম্বর মাসে ঢাকায় নিয়ে এসে প্রথমে শনির আখড়ায় অবস্থিত ইংলিশ মিডিয়াম স্কুল ‘গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’এ স্ট্যান্ডার্ড টুতে ভর্তি করায়। সেখানেও বিভিন্ন সময়ে বিভিন্ন পরিক্ষায় সে অত্যন্ত ভাল রেজাল্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকবার পুরস্কার পায়।তখন শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আরো ভালো রেজাল্ট করতে জিনানকে ঢাকার ডেমরায় অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সামসুল হক খান স্কুল এন্ড কলেজ’এ ক্লাস ফোরে ভর্তি পরীক্ষা দেওয়ানো হয় এই ভর্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সাথে ‘সামসুল হক খান স্কুল এন্ড কলেজ’ এ ক্লাস ফোরে ভর্তির সুযোগ পায়। শুরু হয় সফলতার সাথে জীবনের ছোট ছোট প্রতিটি ধাপ পেরিয়ে যাওয়ার নতুন এক গল্প। ২০১৫ সালে পিএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস এবং ট্যালেন্টপুলে বৃত্তি, ২০১৮ সালেও জেএসসি পরীক্ষায় একইভাবে গোল্ডেন এ প্লাস এবং ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ২০২১ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস এবং ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সহ বৃত্তি পায় জিনান আল-আবরার। ভাল রেজাল্ট এর ধারাবাহিক সফলতায় তাকে নিয়ে সবসময়ই পরিবারের প্রত্যাশা এবং দোয়া ছিল অনেক বেশি।

২০২৪ সালে ৯ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় এবং ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ’এ পড়ার সুযোগ পেয়ে সফলতার ধারা অব্যাহত রাখে। জিনান আল-আবরারের বাবা সাংবাদিক আবুল খায়ের আশিক জানান,প্রথম সন্তানকে ডাক্তার বানানোর আশা বুকে নিয়ে বিয়ে করেছিলেন জিনানের বাবা।বিয়ের তিন বছর পর তার সংসার আলোকিত করে জন্ম নেয় কন্যা সন্তান জিনান আল-আবরার। এরপর থেকেই মেয়েকে ডাক্তার বানানোর সপ্ন বাস্তবায়নে সংগ্রাম শুরু করেন জিনানের বাবা আবুল খায়ের আশিক ও মা সেলিনা আক্তার। নিজের মেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন সংবাদ পেয়ে বাবা আবুল খায়ের আশিক আবেগাপ্লুত কন্ঠে বলেন,আমার মেয়ের সকল সফলতার পিছে সবচাইতে বেশি অবদান আমার স্ত্রী সেলিনা আক্তারের। তিনি আরো বলেন, দেশের মানুষের সাস্থ সেবা দিতে নিজের সন্তানকে ডাক্তার বানাতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।বাবা-মায়ের সপ্ন পূরণ করতে জীবনের যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলেও জানান জিনান আল-আবরার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *