স্বরূপকাঠিতে আলোচিত শেখর সিকদার হত্যা মামলার আরো ১জন আসামি গ্রেফতার

আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

স্বরূপকাঠিতে আলোচিত শেখর সিকদার হত্যা মামলার অন্যতম আসামি সঞ্জীব মিস্ত্রি ওরফে মোডাইকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ই ফেব্রুয়ারী রোজ সোমবার উজিরপুর থানার জল্লা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সঞ্জীব মিস্ত্রি আটঘর কুড়িয়ানার বংকুড়ার মতিলাল মিস্ত্রির ছেলে। তিনি মামলার এজাহার ভুক্ত দশ নম্বর নামীয় আসামি।ঐ মামলার প্রধান আসামি চেয়ারম্যান মিঠুন হালদারের একান্ত সহযোগী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার এক গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার জল্লা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ এম শাহীন জানান, গ্রেফতারের পর সঞ্জীব মিস্ত্রি ওরফে মোড়াউকে আদালতে পাঠানো হয়েছে।

আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক মেম্বার স্বপন কুমার দেউরী বলেন, শেখর সিকদার এর হত্যা মামলার অন্যতম আসামি সঞ্জীব মিস্ত্রি ওরফে মোডাইকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশাবাদী অনতিবিলম্বে বাকি আসামিদের গ্রেফতার করে পুলিশ প্রশাসন দৃষ্টান্ত স্থাপন করবে।পাশাপাশি আমি কুড়িয়ানা ইউনিয়ন বাসির পক্ষ থেকে শেখর সিকদার এর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত ট্রাইবুনালে এনে বিচার করার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি আটঘর কুড়িয়ানা ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যান দ্বয়ের মধ্যে পূর্ব বিরোধ এর জের ধরে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানে অতিথির আসন বিন্যাসকে কেন্দ্র করে বাক বাগ বিতান্ডার একপর্যায়ে সাবেক চেয়ারম্যান শেখর সিকদার-কে পিটিয়ে হত্যার অভিযোগে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার সহ ১৫জনকে নামীয় আসামি করে থানায় মামলা করে তার স্ত্রী মালা রানী মন্ডল। ঐ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি সহ ৮জনকে গ্রেফতার করে পুলিশ। মামলার ১০ নম্বর আসামি সঞ্জীব মিস্ত্রি ওরফে মোডাইকে উজিরপুর থেকে গ্রেফতার করে পুলিশ। সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *