সিএমপি ইপিজেড থানার অভিযানে কলসীদিঘীরপাড় বালুর মাঠ সংলগ্ন থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

, চট্টগ্রাম সিএমপি ইপিজেড থানা পুলিশের অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০১ (এক)জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ২০২৪; ১৮.৪০ ঘটিকার সময়
সিএমপি ইপিজেড থানাধীন কলসীদিঘীরপাড় বালুর মাঠ সংলগ্ন আপা কলোনীর পাশে তামিম কুলিং কর্নারের সামনে পাকা রাস্তার উপর থেকে বাদী এসআই(নিঃ) মোঃ মহসীর সরদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান ডিউটি করাকালীন কলসীদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ কাজল (৩৫) কে গ্রেফতার করতঃ তাহার হেফাজত হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন।
উদ্ধারকৃত ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা যাহার কথিত বাজার মূল্য অনুমান ১০,০০০/-(দশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত বেক্তির নাম মোঃ কাজল (৩৫), পিতা-মোঃ ইসরাইল, মাতা-আরজোদা, সাং- তেরগাতি ওহাবের বাড়ী, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-কলসীদিঘীর পাড়, বালুর মাঠ ফেলু সওদাগরের বাড়ী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
এই সংক্রান্ত বিষয়ে ইপিজেড থানা পুলিশ সাংবাদিকদের জানান আসামির বিরুদ্ধে ইপিজেড থানার মামলা নং-০৫, গত ১২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা রুজু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *