নেছারাবাদে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

আনোয়ার হোসেন,

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//

পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায়, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সভাকক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের সাথে “জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয় হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী নারী পুরুষের সমঅধিকার, নারীর প্রতি জেন্ডার সংবেদনশীলতা ও ইউনিয়ন পরিষদ নারী পুরুষের সমতার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন।সে সকল বিষয়ের উপর দিনব্যাপী আলোচনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান,স্বরূপকাঠি প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং রূপান্তরের অপরাজিতা প্রকল্পের বরিশাল ক্লাস্টার এর বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার, এ এন সি নুর ই আজম হায়দারী, এম এন্ড ই তানভীর মোশাররফ, পিরোজপুর জেলা প্রকল্প সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া এবং মাঠ সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির মিঠু ও আজিজুল হক গোলদার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *