ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় ওয়ালিদ করিম সান কে সংবর্ধনা

এম এ আলিম রিপন,সুজানগর ঃ শাহীন শিক্ষা পরিবার এর (এস. ই. এফ) ফাউন্ডেশন কর্তৃক ২০২৩ সালের ৫ম শ্রেণীর বৃত্তি ওয়ালিদ করিম সান ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সরকারি এডওয়ার্ড কলেজ মিলনায়তনে শাহীন শিক্ষা পরিবার(এস.ই.এফ) ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়ালিদ করিম সান সহ বৃত্তিপ্রাপ্ত অন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ালিদ করিম সান সহ বৃত্তিপ্রাপ্ত অন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন শাহীন শিক্ষা পরিবার এর (এস. ই. এফ) ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সান বৃত্তি পরীক্ষায় পাবনার মধ্যে নবম স্থান অধিকার করে। ওয়ালিদ করিম সান সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার পুত্র। ওয়ালিদ করিম সান পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ পাবনা থেকে ২০২৩ সালের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিকে ওয়ালিদ করিম সান যেন সু শিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠে দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সান এর পিতা সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা ও সান এর মা সম্পা খাতুন। উল্লেখ্য সান এর ছোট ভাই ওয়াহিদ করিম মুন ও পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ পাবনার ৩য় শ্রেণীর একজন মেধাবী ছাত্র।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *