উপজেলা পরিষদ নির্বাচনে মৌরিন আক্তার আশাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী

কে এম সোহেব জুয়েল : বাবুগঞ্জ উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে মৌরিন আক্তার আশাকে নিয়ে ওই উপজেলার সর্ব স্হরের মানুষে দোয়া কামনা সহ জল্পনা কল্পনার মধ্য দিয়ে ব্যস্হময় দিন কাটাচ্ছেন বলে নানান রকম দৃশ্য গেছে।

আশা বাবুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, গ্রাম বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্য বাহী মিঞা পরিবারের এনামুল হক আনামের এক মাত্র সু-যোগ্য কন্যা মৌরিন আক্তার আশা আহম্মেদ।

তাকে অসহায় ও সাধারণ নিপিড়ীত মানুষের শেষ ভরসা মনে করেন ওই এলাকার হাজারো মানুষ। করনা কালীন দুর্যোগ মোকাবিলায় খেটে খাওয়া সাধারন মানুষের জন্য কঠিন ভুমিকা রেখে যাওয়া ও অসহায় মানুষের মাঝে শীত বস্র বিতরণ সহ নানান সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকেন মহিলা লীগ নেত্রী মৌরিন আক্তার আশা।

তাকে নিয়ে ওই এলাকার মানুষের মাঝে হাজারো স্বপ্ন এবং চায়ের দোকান সহ বিভিন্ন যায়গায় সুনাম ও আলোচনার ঝড় বয়ে যাওয়ার দৃশ্য লক্ষ করা গেছে।

দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত রেখে এক যোগে কাজ করে যাবেন বলে এমন ধারনা করছেন ওই উপজেলার সর্বস্হরের লোকজন।

তাই ওই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মৌরিন আক্তার আশার বিকল্প অন্য কাউকে চিন্তে করেননা তারা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *