August 31, 2025, 1:32 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বন্দরটিলায় ‘ডাই-নামিক নাছির প্লাজা’—একই ছাদের নিচে কাঁচাবাজার ও আধুনিক শপিং মল কুমিল্লাতে মা-দকের জের ধরে যুকককে কু-পিয়ে হ-ত্যা দোয়ারাবাজারে জো-রপূর্বক বাড়ির প্রবেশ পথ ব-ন্ধ করার অ-ভিযোগ উঠেছে সুজানগরে ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দো-য়া মাহফিল সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধ-র্ষণ চেষ্টা,থানায় মা-মলা অ-তিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষ-তি: কৃষি সচিব তানোরে গো-খাদ্যর সং-কট বি-পাকে গৃহস্থ-খামারি খুলনার উপকূলীয় অঞ্চলে বিক্রি হচ্ছে গোলফল ; অর্থনৈতিক সম্ভা-বনার নতুন দ্বার খুলছে ভারত সীমান্তবর্তী পদ্মা পাড়ের কয়েকটি গ্রাম নদী ভা-ঙ্গনে মানচিত্র থেকে হা-রাতে বসেছে তানোরে জামায়াতের শুধী স-মাবেশ
স্বরূপকাঠিতে আলোচিত শেখর সিকদার হত্যা মামলার আরো ১জন আসামি গ্রেফতার

স্বরূপকাঠিতে আলোচিত শেখর সিকদার হত্যা মামলার আরো ১জন আসামি গ্রেফতার

আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

স্বরূপকাঠিতে আলোচিত শেখর সিকদার হত্যা মামলার অন্যতম আসামি সঞ্জীব মিস্ত্রি ওরফে মোডাইকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ই ফেব্রুয়ারী রোজ সোমবার উজিরপুর থানার জল্লা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সঞ্জীব মিস্ত্রি আটঘর কুড়িয়ানার বংকুড়ার মতিলাল মিস্ত্রির ছেলে। তিনি মামলার এজাহার ভুক্ত দশ নম্বর নামীয় আসামি।ঐ মামলার প্রধান আসামি চেয়ারম্যান মিঠুন হালদারের একান্ত সহযোগী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার এক গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার জল্লা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ এম শাহীন জানান, গ্রেফতারের পর সঞ্জীব মিস্ত্রি ওরফে মোড়াউকে আদালতে পাঠানো হয়েছে।

আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক মেম্বার স্বপন কুমার দেউরী বলেন, শেখর সিকদার এর হত্যা মামলার অন্যতম আসামি সঞ্জীব মিস্ত্রি ওরফে মোডাইকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশাবাদী অনতিবিলম্বে বাকি আসামিদের গ্রেফতার করে পুলিশ প্রশাসন দৃষ্টান্ত স্থাপন করবে।পাশাপাশি আমি কুড়িয়ানা ইউনিয়ন বাসির পক্ষ থেকে শেখর সিকদার এর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত ট্রাইবুনালে এনে বিচার করার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি আটঘর কুড়িয়ানা ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যান দ্বয়ের মধ্যে পূর্ব বিরোধ এর জের ধরে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানে অতিথির আসন বিন্যাসকে কেন্দ্র করে বাক বাগ বিতান্ডার একপর্যায়ে সাবেক চেয়ারম্যান শেখর সিকদার-কে পিটিয়ে হত্যার অভিযোগে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার সহ ১৫জনকে নামীয় আসামি করে থানায় মামলা করে তার স্ত্রী মালা রানী মন্ডল। ঐ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি সহ ৮জনকে গ্রেফতার করে পুলিশ। মামলার ১০ নম্বর আসামি সঞ্জীব মিস্ত্রি ওরফে মোডাইকে উজিরপুর থেকে গ্রেফতার করে পুলিশ। সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD