এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পরে বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলায়মান হোসেন ,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুল, আলহাজ¦ আব্দুল গফুর মাস্টার, দুলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলম, সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের প্রভাষক মাহাবুল কবির পলাশ। স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)শাহজাহান আলী। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আ.লীগ নেতা আহমেদ ফেরদৌস কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি শিক্ষার্থীকে মুজিব আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে বলে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, বঙ্গবন্ধু যেমন ছাত্র থাকাকালীন সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন ঠিক তেমনি ভাবে যেন তোমরাও গড়ে উঠতে পারো সেই লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে। উদ্বোধকের বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর প্রতি আহ্বান জানান ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।
Leave a Reply