August 31, 2025, 7:10 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোরৃটার:
পটিয়ার জিরি ইউনিয়নে সাঁইদাইর হযরত হজ্জা শাহ্ (রহ:) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদে মাগরিব হতে
ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুষ্ঠিত হয়। এতে
প্রধান মেহমান আ’লা:
আওলাদে রাসূল (সঃ), নবী বংশের ৩১ তম আওলাদে গাউসুল আযম, মাইজভান্ডার দরবার শরীফের বেলায়ত ও খেলাফতের উত্তরাধীকারী গাউসে জামান আলহাজ্ব মাওলানা সৈয়্যদ সহিদ উদ্দীন আহমদ আলহাসানী, ওয়াল হোসাইনী, আল মাল মাইজভান্ডারী
প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসেম মেম্বার প্রধান উপদেষ্টা সাঁইদাইর হয়রত হজ্জা শাহ (রহ:) ঐক্য পরিষদ ও ওরশ পরিচালনা কমিটি। প্রধান ওয়েজীন ছিলেন, মোনাজেরে আহলে সুন্নাহ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা হাসনাইন আহমদ আল-কাদেরী, ফেনী
সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মান্নান শিমুল প্রোপ্রাইটর: শিমুল এন্ড ব্রাদার্স। সভাপতি গাউচিয়া কমিটি জিরি ইউনিয় সঞ্চালনায়: মোহাম্মদ কোরবান আলী। সাধারণ সম্পাদক সাইদাইর হযরত হজ্জা শাহ্ (রঃ)ঐক্য পরিষদ ও ওরশ পরিচালনা কমিটি বিশেষ ওয়েজীন আলহাজ্ব মাওলানা নাছির উদ্দীন আল কাদেরী সহ-সুপার, পূর্ব কৈয়গ্রাম হাবেরিয়া খলিলীয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা।
নাত পরিবেশন করেন
শায়ের মোঃ রেজাউল করিম মাইজভান্ডারি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,মো ফোরকান উদ্দিন সভাপতি হযরত হজ্জা শাহ (রাঃ)ঐক্য পরিষদ ও ওরশ পরিচালনা কমিটি , আবুল হোসেন মাইজভান্ডারি, সাদ্দাম হোসেন, আরিফ, সোহেল,মোসলেম উদ্দিন, নেওয়াজ শরিফ, টিপু সুলতান,
মোঃ সোহেল, সুমন ব্যবস্থাপনায় সাঁইদাইর হযরত হজ্জা শাহ্ (রহ:)’র ঐক্য পরিষদ ও ওরশ পরিচালনা কমিটি।