রিপন ওঝা,খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলা বার কাউন্সিলে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় ৮ম বারের মতো নির্বাচিত হয়েছেন বিজ্ঞ আইনজীবি এড. আশুতোষ চাকমা। সহ সভাপতি পদে ১। বিজয়ী – এড. আবুল কালাম আজাদ, প্রাপ্ত ভোট ৩২, ২। এড. অংসুই মারমা, প্রাপ্ত ভোট ২৭।
সাধারণ সম্পাদক পদে ১। বিজয়ী – এড. মোহাম্মদ বেদারুল ইসলাম, প্রাপ্ত ভোট ৩২, ২। এড. আরিফ উদ্দিন, প্রাপ্ত ভোট ২৭। অর্থ সম্পাদক পদে ১। বিজয়ী – শেখ মো. জামাল হোসেন সিদ্দিকী, প্রাপ্ত ভোট ৩২, ২। উদ্দীপন চাকমা, প্রাপ্ত ভোট ২৬। সম্মানিত সদস্য পদে, ১। বিজয়ী – এড. গৌরী প্রভা দে, প্রাপ্ত ভোট ৪১, ২। বিজয়ী – উথিমং মারমা, প্রাপ্ত ভোট ৪১, ৩।বিজয়ী – এড. নজরুল ইসলাম সোহাগ, প্রাপ্ত ভোট ৩৯, ৪। পরাজিত – এড. হেমন্ত ত্রিপুরা, প্রাপ্ত ভোট ৩১।
উল্লেখ্য যে, সভাপতি পদে এড.আশুতোষ চাকমা, যুগ্ম-সাধারন সম্পাদক পদে এড.মোঃ নুরউল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এড.জসিম উদ্দিন মজুমদার, পাঠাগার সম্পাদক পদে এড.আব্দুল্লাহ আল- মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মোঃ জসিম উদ্দিন, সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক পদে এড. আলো প্রদীপ চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল মোট ভোটার ৬১, মোট কাস্টিং ৫৯।
Leave a Reply