October 31, 2024, 12:33 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কামিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রবিউল আলম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়াড কাউন্সির মোঃ মোফাজ্জুল হোসেন মোফা,
আফরিন মৌ ও মরিয়ন আলী নিমুর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক কাউন্সির বদিউজ্জামান তোফাজ্জুল, বিদায়ী ছাত্রী পক্ষ থেকে বক্তব্য রাখেন, নদী,ন৭ ননাফিসা নাজনিন প্রমূখ ।
বক্তাগণ বক্তব্যে বলেন, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন ডিজিটাল যুগে ইনফরমেশন ইজ পাওয়ার। শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের প্রতিযোগিতার চলছে, এ প্রতিযোগিতায় তোমাদের টিকে থাকতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষা ক্ষেত্রে ব্যপক পরিবর্তন করেছেন। তথ্য প্রযুক্তির যুগে তোমরা টিকে থাকতে না পারলে তোমারাকে টিসু পেপারের মত ব্যবহার করে ফেলে দিবে। তাই তোমাদের ভালভাবে লেখা পড়া করতে হবে, ভাল ফলাফল করতে হবে, সোনার বাংলায় সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে। তোমার সাফল্যে
বাবা মার সাথে সাথে শিক্ষকবৃন্দ এলাকাবাসী আনন্দ পান। তাই বাস্তব শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গাড়ার কাজে নিজকে নিয়োজিত হতে হবে। শিক্ষা বান্ধব সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান ভবন, রাসেল ডিজিটাল ল্যাব, উপবৃত্তি, শিক্ষা উপকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা অন লাইনে প্রদান করা হচ্ছে। এখন কেউ বক্তব্য শুনে না মোবাইল চালায়, গল্প গুজাবে ব্যস্ত থাকে, বক্তাগণ অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, তাদের কথা শুনে বাস্তবে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পূর্বে, সাংস্কৃতি পর্বে নৃত্য, আধুনিক গান, বাল্য বিয়ে নাটক, আধুনিক গান, গম্ভীরা গান পরিবেশন করা হয়।
মোঃ হায়দার আলী
রাজশাহী।