খেলাধুলা মানসিক প্রসন্নতা বিরাজ করে মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে- শাহেদা আইয়ুব কলি

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
গতকাল রাতে পটিয়ায় জমকালো আয়োজনে”জননেতা আলহাজ্ব আইয়ুব আলী শান্তি সংঘ” আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট মারুপ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নারী নেত্রী শাহেদা আইয়ুব কলি, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দস্তগীরুল হক চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন ইউনুচ তালুকদার, আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, আবু তাহের মুন্সি,আলী করিম বাবু,ইয়াকুব আলী,ইসমাইল সোহেল,রবিউল্লাহ রবি,ইমন,আরাফাত,কপিল সহ অন্যারা
প্রধান অতিথির বক্তব্যে নারী নেত্রী শাহেদা আইয়ুব কলি বলেন,খেলাধূলা নিছক আনন্দের বিষয় নয়, এর সঙ্গে সম্পর্ক রয়েছে দৈহিক সুস্থতা ও মনিসিক পরিতৃপ্তি। সুন্দর ও সুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয় অনস্বীকার্য। জ্ঞানার্জনের জন্য যেমন জ্ঞানচর্চা আবশ্যক তেমনই সুস্থ দেহ মনের জন্য খেলাধুলা বা শরীর চর্চা প্রয়োজন। খেলাধুলা মানসিক প্রসন্নতা বিরাজ করে মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *