ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ে বিদায়,বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

নুরুল ইসলাম( টুকু)
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

শনিবার ১০( ফেব্রুয়ারী) ২০২৪ ইং সকাল ১০ ঘটিকার সময় খাগড়াছড়ি সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন এর মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় ষষ্ঠ শ্রেনীর ছাত্র ছাত্রীদের বরণ, সাবেক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুস্ঠিত হয়েছে।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমার সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।অনুষ্ঠানের শুরুতে স্কুলের সহকারী শিক্ষক ইয়াছিন মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবু বক্কর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদায়, বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুস্ঠানে আসতে পেরে নিজেকে আমি অনেক ধন্য মনে করছি । তিনি আরও বলেন সফলতার জন্য প্রবল ইচ্ছা থাকতে হবে এবং স্বপ্ন দেখতে হবে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্ররিশ্রম করতে হবে।এই ছাত্রীরা একসময় দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন তাদের মেধা এবং শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এ সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষাকে এগিয়ে নিতে সরকার সব রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন এ ধারা অব্যহত থাকবে ।এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকল ধরনের সহযোগিতারও অব্যহত থাকবে বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন,ভাইবোনছড়া ইউনিয়ন এর চেয়ারম্যান সুজন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মনিরুউজ্জামান চৌধুরী, বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি,কান্তিলাল দেওয়ান,ভাইবোনছড়া কলেজের সভাপতি মংশি মারমা । এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,স্কুল পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,শিক্ষক শিক্ষিকা,ছাত্র- ছাত্রী , সাংবাদিক,বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকগন, অভিভাবকসহ প্রমুখ।

এসময় ১২৭ জন এস এস সি পরীক্ষার্থীকে বিদায় ও ১৫০ জন ষষ্ঠ শ্রেনীর ছাত্র- ছাত্রীকে ফুল দিয়ে বরণ ও ২২ জন সাবেক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রধান করা হয়।কৃতি শিক্ষার্থীরা হলেন, ওসমান আলী,লালন ত্রিপুরা,আব্দুর রহিম,জ্যাকসন চাকমা,বিটন চাকমা,দ্বিপন চাকমা,রুপন চাকমা,আকাশ বাবু ত্রিপুরা,জেবরিন নওশীন শশী,শ্যামল বিকাশ ত্রিপুরা,সুপ্রিয় চাকমা,মিরাজুল হোসাইন, প্রভাতী চাকমা,মোহনা চাকমা,বাবলু মারমা,শর্ত খীসা,বিপুলী চাকমা,তানিয়া আক্তার, জগদীস ত্রিপুরা,রেমি চাকমা,রেখা চাকমা,পারমি চাকমা।এসময় সাবেক ছাত্র ওসমান আলী তার বক্তব্যে বিদ্যালয়ের নানা সৃতিচারণ করেন এবং নবীন ও বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রাধান করেন।

জানা যায়, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন এর এমপিওভুক্ত মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিস্ঠা করা হয়।প্রতস্ঠার পর থেকে বিদ্যালয়টি প্রতিবছর এস এস সিতে ভালো ফলাফল করছে। বিগত কয়েক বছর ধরে ইউনিয়ন এর মধ্যে এস এস সিতে পাসের হার সবচেয়ে ভালো।

এই স্কুলটিতে প্রায় ১০০০ জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত রয়েছে। ১৪ জন এমপিও ভুক্ত শিক্ষক শিক্ষিকা, ৩ জন খণ্ডকালীন শিক্ষক ও ৭ জন কর্মচারী রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *