পাইকগাছায় আবারো সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার হাউলী গ্রামে ৭৬ নং কে এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসসহ ৪টি শ্রেণী কক্ষের ৬ টি তালা ভাংচুর করে অফিসের আসবাবপত্র, কাগজপত্র তছনছ, ২০ টি সিলিং ফ্যান, ৭টি তোয়ালে সহ প্রায় পঁচাত্তর হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ঘটনাটি স্বীকার করে বলেন আমরা এব্যাপারে থানায় অভিযোগ করেছি। থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেয়া হবে।

ইমদাদুল হক,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *