August 31, 2025, 8:50 pm
মিঠুন সাহা,পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান এর সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনে সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তা ধর,জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা স্মৃতিচারণ করে বলেন, আমি ১৯৮১ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী ছিলাম। আমি যখন এ বিদ্যালয়ে আসি তখন স্মৃতিকাতর হয়ে পড়ি।
তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে ছাত্রছাত্রী দের প্রতি আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে।তোমাদেরকে এই দেশকে এগিয়ে নিতে হবে।তার জন্য তোমরা ভালো ভাবে পড়াশোনা করবে।
এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিবাবক সাংবাদিকবৃন্দসহ অনেকে।