মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য কিংবদন্তি সাংবাদিক ক্কারী আবু জায়েদ খাঁন (৬২) দীর্ঘদিন অসুস্থ থাকা পর শুক্রবার আনুমানিক ৯টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া…………রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওইদিন আছর বাদ নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের ফঁতেখাঁ গ্রামের মৃত আব্দুল জলিল খাঁনের ছেলে। তার নামাজে জানাজায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান মিঞা, সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দসহ কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ক্বারি আবু জায়েদ খাঁন দৈনিক চাঁদনী বাজার, দৈনিক জনসংকেতসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্র-পত্রিকায় দীর্ঘ ৩৫ বছর ধরে সাংবাদিকতা করেছেন।
সুন্দরগঞ্জের কিংবদন্তি সাংবাদিক ক্বারি আবু জায়েদ খাঁন আর নেই

Leave a Reply