সততা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে-অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুইবারের দপ্তর সম্পাদক, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিধ ও শিক্ষানুরাগী ঘাগড়া ইউনিয়নের কৃতি সন্তান অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে সততা, দেশপ্রেম ও মানবসেবার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। যাতে তারা শিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ঘাগড়া-বাড়েরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী-২০২৪ সালের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল পুর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ দেওয়া-নেওয়ার মাধ্যমে গড়ে উঠে শিক্ষক-শিক্ষার্থীর সুন্দর সম্পর্ক। দাতা-গ্রহীতার সম্পর্কের চেয়ে অনেক পবিত্র এ সম্পর্ক। শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী কেবলই জ্ঞান লাভ করে না, তার উপদেশ ও পরামর্শ থেকে পায় জীবন ও চরিত্র গঠনের মূল্যবান নির্দেশনা। শিক্ষকের জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ হতে চাইলে তার প্রতি শিক্ষার্থীকে হতে হবে শ্রদ্ধাশীল ও অনুগত। থাকতে হবে তার ওপর গভীর আস্থা। আর তখনই শিক্ষক শিক্ষার্থীকে সর্বোত্তম শিক্ষায় শিক্ষিত করতে সক্ষম হবেন। এর ফলে সাধিত হবে শিক্ষার মহৎ উদ্দেশ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হবে সুন্দর পরিবেশ।

ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ চৌধুরী রুবেল সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চর ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুর মোহাম্মদ মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল বলেন, শিক্ষক মহৎ সেবাদানে নিয়োজিত। তার এ সেবা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, যেমনি যায় না মা-বাবার সেবা সন্তানের প্রতি। মা-বাবা সন্তান জন্ম ও প্রতিপালনের গুরু দায়িত্ব পালন করেন আর শিক্ষক তাকে শিক্ষিত করেন। তার হৃদয়-মনকে জ্ঞানালোকে উদ্ভাসিত করেন। এসময় তিনি আগামী দিনে সদরবাসীর নাগরিক সেবার মান নিশ্চিত করণে সকলের সহযোগীতায় এগিয়ে যেতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *