August 31, 2025, 5:01 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সন্ধানদী সহ কয়েকটি নদী থেকে মাছ ধরা অবস্থায় বিপুল পরিমান অবৈধ জাল উদ্ধার করেছে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উজিরপুর উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানাযায় ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে উজিরপুর মৎস্য দপ্তরের টিম সকাল থেকে রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল ১৫০০০, চরঘেরা ৫০০০,ছোট ফাসের নেট জাল ১৫০০ মিটার সহ মোট ২১৫০০ মিটার অবৈধ মাছ ধরার জাল ও দের কেজি ঝাটকা ইলিশ উদ্ধার করে। অভিযান টিমে ছিলেন বিকাশ কুমার নাগ ক্ষেত্র সহকারী, আবু জাফর একাউন্টেন্ট, সাব্বির হোসেন ক্ষেত্র সহকারী ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, অনিমেষ ঘরামী মাঠ সহায়ক, শফিকুল ইসলাম মাঠ সহায়ক। রাতেই উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় ও উদ্ধারকৃত মাছ পার্শ্ববর্তী আল ইসরা ইসলামিয়া মাদরাসায় দেয়া হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন যারা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে তারা দেশের শত্রু। যারা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। নিষিদ্ধ জালের এই অভিযান অব্যাহত থাকবে।