পাইকগাছায় কবরস্থানের নামে জমি দখল চেষ্টার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে কবরস্থানের নামে ভোগদখলে থাকা পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার পুটিমারী মৌজার ৩১নং খতিয়ানের ৫২৭ হতে বিভিন্ন দাগের নালিশী আংশিক সম্পত্তি নিয়ে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত বক্স শেখের ছেলে ইমদাদুল শেখ এর সাথে একই এলাকার মৃত কেরামত আলী শেখ এর ছেলে জামাল হোসেন শেখ ও উপজেলার পুটিমারী গ্রামের গণি সরদারের ছেলে জাহিদুল সরদারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে জামাল শেখ গংরা কবরস্থানের নামে গত ২৮ জানুয়ারী সকাল ১০টার দিকে বহিরাগত লোকজন নিয়ে নালিশী সম্পত্তিতে প্রবেশ করে ঘেরা-বেড়া দিয়ে কবরস্থানের সাইন বোর্ড টানিয়ে জবর দখলের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানা পুলিশের এসআই ওয়াহিদ বলেন জামাল-জাহিদুলরা উদ্দেশ্য প্রণোদিতভাবে নালিশী জমিতে কবরস্থানের নামে ঘেরাবেড়া দিয়েছে। দু’পক্ষকে নিয়েই বিষয়টি শান্তিপূর্ণ চেষ্টা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *