নলছিটিতে মোটরসাইকেল শোভাযাত্রা করলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান শাহিন

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহিন মোটরসাইকেল যোগে শোভাযাত্রা করে উপজেলা নির্বাচনে তার প্রার্থীতা জানান দিয়েছেন। মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী) সকালে তিন শতাধিক মোটরসাইকেল যোগে সাত শতাধিক নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়।

দপদপিয়া ইউনিয়নের বরিশাল পটুয়াখালী মহাসড়কের জিরোপয়েন্ট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদিক্ষন শেষে পূনরায় দপদপিয়া গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করেন।

অংশ নেয়া নেতাকর্মীরা বলেন,আমাদের শাহিন ভাই বর্তমানে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন। তিনি বিগত ৫ বছর সফলভাবে তার দায়িত্ব পালন করেছেন। তিনি সবাইকে সম্মান করেন কেউ বলতে পারবে না বিগত ৫ বছরে তিনি কার সাথে খারাপ আচরণ করেছেন। তাই আমরা তাকে আবারও নলছিটি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

মফিজুর রহমান শাহিন বলেন,আমি আমার প্রানপ্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমুর আর্শিবাদ ও আপনাদের দোয়া নিয়ে বিজয়ী হওয়ার জন্য আবারও ভোটের মাঠে নেমেছি। আশাকরি আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আমাকে প্রদান করে পুনরায় খেদমত করার সুযোগ দিবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *