August 31, 2025, 3:10 pm
ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের ২০২৪ সালের নির্বাচনে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (রেজিস্ট্রার দপ্তর) মোকাররেম হোসেন মাসুম সভাপতি এবং রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
সোমবার (৫ফেব্রুয়ারী) বেলা ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।
বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালনকারী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা,উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান।
নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় বিনা ভোটে সভাপতি পদে মোকাররেম হোসেন মাসুম এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিজয়ী হয়।
অন্যপদে নির্বাচিতদের মধ্যে সহসভাপতি পদে রেবেকা সুলতানা, যুগ্ম সম্পাদক এ কে এম আমিনুল হক , সাংগঠনিক সম্পাদক জাহিদুল হোসেন, কোষাধ্যক্ষ এইচ এম এরশাদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান আনসারী দপ্তর ও প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম রানা এবং সদস্য হিসেবে নির্বাচিতদের মধ্যে রয়েছে রাধেশ্যাম, এনামুল হক,দেলোয়ার হোসেন (স্বপন) আফরিন জাহান,ফাতেউল আলম (শিশির),নাসরিন সুলতানা, মছিউজ্জামান।
নির্বাচিত সভাপতি মোকাররেম হোসেন মাসুম
বলেন, কর্মকর্তাদের অধিকার নিয়ে কথা বলতেই কর্মকর্তা পরিষদের নির্বাচন। আমাকে কর্মকর্তারা নির্বাচিত করেছেন তাই তাদের ন্যায় সঙ্গত অধিকার বাস্তবায়নে কাজ করবো আমি এবং আমাদের কর্মকর্তা পরিষদ।
নির্বাচিত সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর আদর্শে গড়া সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে সকল কর্মকর্তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থানের ভিত শক্তিশালী হয়েছে। কর্মকর্তাদের ন্যায্য পাওনা, আবাসন সমস্যা সংকট নিরসন, পর্যায়োন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ কর্মকর্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে কর্মকর্তা পরিষদ।