August 29, 2025, 10:30 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তির প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম রবিবার সন্ধ্যায় উপজেলার চরভবানীপুর পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম সরকারি আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকার মো.আবু বকর, উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাপুর গ্রামের টিপু সুলতান ও আশিকুল ইসলাম।