শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই-শিক্ষা অফিসার মনিকা পারভীন

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলার শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেছেন-আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। কাজেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য। কারণ সঠিক পরিচর্যা না হলে তারা হবে অপরিপূর্ণ, অপিরপক্ব। তিনি বলেন- খেলাধুলা ও শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। শুধু তাই নয়, তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমে যায়।তাই লেখাপড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে শিক্ষকের পাশাপাশি প্রতিটি অভিভাবকের দায়িত্ব।

রবিবার (৪ফেব্রুয়ারী)দুপুরে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের আকুয়া এলাকার ৫৭নং হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর জনাব কাউসারী জান্নাত, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আসাদ সাহেব ;প্রাক্তন মেম্বার আহাম্মদ সাহেব;বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক খোদেজা আপা; প্রাক্তন শিক্ষক নুরজাহান ;প্রাক্তন শিক্ষক, ইসরত;যুবলীগের সদস্য বৃন্দ ;আভিভাবকবৃন্দ এবং এলাকাবাসী। অনুষ্ঠান শীতের সকালে কোমল মতি শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর ভাবে ডিসপ্লে প্রর্দশন করে। দৌড় ;বিস্কুট দৌড় ;চকলেট দৌড়;ভারসাম্য দৌড় ;অংক দৌড় ;মোরগ লড়াই ;দীর্ঘ লাফ;উচ্চ লাফ ইত্যাদি ইভেন্টে অংশ গ্রহন করে বিজয়ী হয়ে পুরষ্কার অর্জন করে।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *